মা-ছেলের সম্পর্ককে কেন্দ্র করে আসছে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান অভিনীত নতুন ছবি ‘আড়ি’।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার, যেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত নিজেও। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানেই উঠে এল নুসরাতের ব্যক্তিগত মাতৃত্বের গল্প।
নুসরাত বলেন, “এই ছবিটি যশ তার মাকে উৎসর্গ করেছে, আর আমি উৎসর্গ করছি আমার বাবা-মাকে। আমি বিশ্বাস করি, দর্শকেরা এই ছবি দেখে নিজের অভিভাবকদের কথা ভাববেন।”
নুসরাত নিজেও একজন মা। তাই প্রশ্ন উঠতেই পারে, বাড়িতে কার রাজত্ব? হেসে জবাব দিলেন অভিনেত্রী, “ছেলে এখনও খুব ছোট, কিন্তু একেবারে ‘রুল’ করে! দুষ্টুমি করলে বকাও খায়। আমি সারাদিন শ্যুটিংয়ের ফাঁকে ওর খবর নিই, খেয়াল রাখি।”
তিনি আরও বলেন, “আমিও হয়তো অন্য বাঙালি মায়েদের মতোই হয়ে যাবো। বাঙালি মায়েরা চায় না তাঁদের সন্তানরা বড় হয়ে যাক। সেই ছোট্টটাকেই আগলে রাখে সারাজীবন।”
নুসরাত জানালেন, ‘আড়ি’র ট্রেলার দেখে ইতিমধ্যেই দর্শকদের ভালো সাড়া মিলেছে। আগামী ২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। অভিনেত্রীর আশা, এই হৃদয়স্পর্শী গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে।