আমিও ছাত্রদের আন্দোলনের সঙ্গে ছিলাম‌: সাবিলা নূর

চলতি মাসের ৮ তারিখ রাজধানীর গুলশানে একটি পণ্যের বিজ্ঞাপন চিত্রে অভিনয় দিয়ে কাজে ফিরলেন ছোট পর্দার তারকা অভিনেত্রী সাবিলা নূর। সবশেষ ঈদুল আজহার নাটকে দেখা গিয়েছিল তাকে।

প্রায় তিন মাস পর কাজে ফেরার বিষয়ে সাবিলা নুর বলেন,আমি দেশের বাইরে ছিলাম। তা ছাড়া ঈদের পর একটু বিরতি নিয়েছিলাম। কিন্তু যখন কাজে ফিরব, তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আমিও ছাত্রদের যৌক্তিক আন্দোলনে তাঁদের সঙ্গে ছিলাম।

এক মাসের বেশি সময় আন্দোলনের পর বিগত সরকারের পতন হয়। এরপর আবার দেশের বিভিন্ন জেলায় বন্যা হয়। বন্যার্ত মানুষের জন্যও কাজ করেছি। এসব কারণে এত দিন কাজে ফিরতে পারিনি।’

সাবিলা জানালেন, বিজ্ঞাপন চিত্রের শুটিং শেষ করে ওটিটি ও নাটকের কাজ ধরবেন। তিনি বলেন, ‘কয়েকটি ওটিটির চিত্রনাট্য হাতে আছে।

একটি বড় বাজেটের ওয়েবের কাজ মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। সেই প্রস্তুতিই নিচ্ছি। কারণ, ওটিটির কাজে সময় দিতে হয়। পুরোপুরি প্রস্তুতি নিয়েই শুটিং যেতে হয়। ওটিটির কাজটির আগে মধ্যে একটি নাটকের কাজ হতে পারে।’

এদিকে বেশ কিছুদিন ধরেই বড় পর্দায় অভিনয়ের কথা শোনা যাচ্ছিল সাবিলা নূরের, তার খবর কী, জানতে চাইলে সাবিলা বলেন, ‘হ্যাঁ, বড় পর্দায় একটি কাজ হওয়ার কথা। একজন বড় তারকার বিপরীতে সিনেমায় আমার অভিষেক হতে পারে। কাজটি প্রায় চূড়ান্তই হয়ে আছে। বেশ আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি। এ কারণে মধ্যে নাটকের কাজও কম করেছি। গত ঈদে মাত্র চার–পাঁচটি কাজ করেছি। তবে সিনেমাটির বিষয়ে বিস্তারিত এখনই বলছি না। এতটুকু বলি, সিনেমার কাজ সম্ভাব্য যে সময়ে শুরু হওয়ার কথা ছিল, একটু পিছিয়েছে।’