উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, যার জনপ্রিয়তা বাংলাদেশ ছাড়িয়ে ভারত ও পাকিস্তানেও সমানভাবে বিস্তৃত।
সম্প্রতি ঈদুল ফিতরের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ফোনালাপে উঠে আসে তার প্রসঙ্গ। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে দেশটিতে আমন্ত্রণও জানিয়েছেন।
সংগীতের বাইরের জীবন নিয়ে দেশের এক গণমাধ্যমে কথা বলতে গিয়ে রুনা লায়লা জানান, তিনি কখনোই বিলাসী পোশাকের প্রতি আসক্ত ছিলেন না।
তার ভাষায়, “আমি কখনো ৪০-৫০ হাজার টাকার শাড়ি কিনিনি। অযথা টাকা নষ্ট করা আমার পছন্দ নয়। বরং কম টাকার কাপড় কিনে বাকি অর্থ অন্যকে সাহায্য করতে পারলে বেশি আনন্দ পাই। এখনো খুব দামি কাপড় পরি না, তবে যা পরি তা দেখতে দামি মনে হয়।”
এ প্রসঙ্গে এক মজার স্মৃতি শেয়ার করে তিনি বলেন, “আমার মেয়ে তানির বাগদান অনুষ্ঠানে একটা শাড়ি পরেছিলাম। সবাই দেখে বলল, খুব সুন্দর, নিশ্চয়ই দামি। শুনে হাসলাম। বললাম, মাত্র ১৫০০ রুপি! সবাই অবাক—এতো কম দামে এত দারুণ শাড়ি হতে পারে?”
তার স্টাইল সেন্স মুগ্ধ করেছিল কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষকেও। স্টার জলসার জনপ্রিয় টক শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’-তে তিনি রুনা লায়লার ফ্যাশন সচেতনতা সম্পর্কে জানতে চাইলে রুনা বলেন, “আমি কোনো কৌশলগত চিন্তা করিনি, বরং সাধারণ পোশাকই পরতাম।”
সাধারণ পোশাকেও অসাধারণ উপস্থিতি তৈরি করা এই সংগীতশিল্পীর অনন্য বৈশিষ্ট্য।