আরশ-মাহী’র ‘প্রশ্ন করো না’

আরশ খান ও সামিরা খান মাহী—এর আগেও একসঙ্গে অভিনয় করেছেন। তাদের অভিনীত নাটকগুলো প্রশংসিত হয়েছেও।

এবারের ভালোবাসা দিবস উপলক্ষে এ জুটি নিয়ে এসেছে ‘প্রশ্ন করো না’। গানচিল ড্রামা থেকে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে নাটকটি।

নাটকটি নির্মাণ করেছেন সাইদুর ইমন। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের না বলা কথা যেন সবাই এড়িয়ে যায়। আমার মনে হয়েছে, তাদের পুনরায় জীবন নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে নাটকে কথা বলা জরুরি। সেই ভাবনা থেকেই এই নাটকের নির্মাণ।’

নাটকটি নিয়ে আরশ খান বলেন, “কিছু কিছু গল্পের অসাধারণ একটি শক্তি থাকে। বর্তমানে আমি তেমন গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ‘প্রশ্ন করো না’ নাটকে সেই আলাদা গল্পের স্বাদ আছে।”

অন্যদিকে সামিরা খান মাহী বলেন, ‘ডিভোর্সি মেয়ের চরিত্রে কাজ করা বেশ চ্যালেঞ্জিং। গল্প ভালো লাগায় আমি আনন্দে কাজটা করেছি।’

‘প্রশ্ন করো না’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শওকত শোভন, পুষ্প পাপড়ি, শিল্পী সরকার অপুসহ অনেকে।

উল্লেখ্য, নাটকটি আজ প্রকাশ পাচ্ছে গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published.