সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। আজ (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে আগুন লাগলে ভীষণ ভয় পেয়েছিলেন এ গায়িকা।
এ প্রসঙ্গে পারশা তার সোশ্যাল মিডিয়ায় ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’
তিনি গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, ‘আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’
পারশা দুর্ঘটনার আরেকট ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পানি ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।