হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে এই অনুমতি আগেই মিলেছে। কিন্তু সাম্প্রতিক সময়ের আলোচিত বলিউড সিনেমা ‘পাঠান’ কবে মুক্তি পাবে তাও কি জানা গেছে? কেননা ইতোমধ্যে ছবিটির পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে সিনেমা হলে। সেখানে মুক্তির তারিখ ৩ মার্চ নির্দিষ্ট করে লেখা আছে।
তবে কি ৩ মার্চ মুক্তি পাচ্ছে ‘পাঠান’? আনুষ্ঠানিক ঘোষণা না এলেও অনেক সিনেমা হল আগেই ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছে। এ কারণে অনেক সিঙ্গেল স্ক্রিন দেশীয় ছবি ‘ওরা ৭ জন’ ৩ মার্চ চালাতে চাইছে না। ছবিটির পরিচালক খিজির হায়াত খান জানান, ৩ মার্চ ‘পাঠান’ চালাবে বলে ভালো কিছু সিঙ্গেল স্ক্রিন মালিকরা তাকিয়ে আছেন।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি বলেন, “পাঠান-এর কারণে বড় বড় সিঙ্গেল স্ক্রিনে ‘ওরা ৭জন’ নিতে চাচ্ছে না। মুক্তির পাঁচদিন বাকি থাকলেও এখনও হল পাইনি। ‘পাঠান’ এলে সিনেপ্লেক্সে হয়তো শো পাব না, সিঙ্গেল স্ক্রিনেও আমাদের ছবি দেখাতে পারব না, তাহলে আমরা কী করব?”
এমতাবস্থায় বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অভিনেতা ও ‘জাগো’ ছবির নির্মাতা খিজির হায়াত খান।
বলে রাখা ভালো, ‘পাঠান’ মুক্তির সময় কলকাতাতেও একই সমস্যার মুখোমুখি হয়েছিল টলিউডের সিনেমাগুলো। সেসময় ওপার বাংলার পরিচালকরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে সরব হয়েছিলেন।
ব্যবসায়িক দিক বিবেচনায় ‘পাঠান’র মুক্তি নিয়ে তুমুল আগ্রহে আছেন হল মালিকরা। কোনো কোনো হল আগেভাগেই প্রচারণায় নেমেছে। এর মধ্যে রয়েছে ময়ময়নসিংহের ছায়াবাণী সিনেমা হল। সদরে অবস্থিত এই হলটির ভেতরে ঢুকলেই চোখে পড়বে ‘পাঠান’র পোস্টার। বড় অক্ষরে লেখা আগামী ৩ মার্চ ‘পাঠান’-এর শুভমুক্তি।
জানা গেছে, সার্ভার নিয়ন্ত্রণে আছে এমন অল্প সংখ্যক সিঙ্গেল স্ক্রিনে ৩ মার্চ চলবে ‘পাঠান’! সেইসঙ্গে চলবে দেশের সিনেপ্লেক্সের সবগুলো শাখাতে। সার্ভার সংকট মিটিয়ে ১০ মার্চ থেকে বড় পরিসরে সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলবে।
যদিও ‘পাঠান’ ছবি আমদানির মাধ্যমে মুক্তি দেওয়ার সঙ্গে যুক্তরা দেশের সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি না পাওয়া পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
পোস্টার টাঙিয়ে প্রচারণার ব্যাপারে ছায়াবাণী সিনেমা হলের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, “মুক্তির আগে প্রচারণার জন্য পোস্টার নিজেরা লাগিয়েছি। দৈনিক দর্শক এসে জানতে চায় ‘পাঠান’ রিলিজ কত তারিখ। ৩ মার্চ মুক্তি পাবে এই খবর জেনেছি। গ্রিন সিগন্যাল পেয়ে পোস্টার লাগিয়েছি।”
বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিতে প্রস্তুত অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট-এর অনন্য মামুন। মুক্তি দেওয়ার প্রক্রিয়াও সম্পন্ন রয়েছে বলে জানা গেছে। এখন শুধু অনুমতির অপেক্ষা। অনন্য মামুন জানালেন, অনুমতির অপেক্ষায় বসে আছেন, অনুমতি পেলেই বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি পাবে।