আসছে বছরের প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ

বছরের প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ নিয়ে আসছে চরকি, নাম ‘শাটিকাপ’ । এর পরিচালনায় আছেন  দিল্লির এশিয়ান স্কুল অফ মিডিয়া স্ট্যাডিজ থেকে পড়ালেখা করা রাজশাহীর ছেলে মোহাম্মদ তাওকীর । এই সিরিজে সিজন ১-এ আটটি পর্ব রয়েছে।

অভিনয়শিল্পী ও কলাকুশলী সবাই রাজশাহীর লোকাল। সেই সঙ্গে গল্পের প্রেক্ষাপট, ভাষা, দৃশ্যধারণ সবই হয়েছে রাজশাহীতেই। তাই এটিকে ১০০ ভাগ লোকাল সিরিজ বলা হচ্ছে।রাজশাহীর এক এলাকার কিশোর গ্যাং আরেক এলাকার প্রভাবশালী মাদক কারবারি একচেটিয়া আধিপত্যে বড়সড় বাঁধা সৃষ্টি করে। সেই গ্যাংকে ধরার জন্য বিশ্বস্ত ইনভেস্টিগেটিভ অফিসারকে কাজে লাগায় প্রভাবশালী মাদক কারবারি । এমনই একটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ শাটিকাপ।

তাওকীর জানান , ‘আমরা যখন শাটিকাপ বানাচ্ছিলাম, তখনও জানতাম না এটা কোথায় যাবে, কীভাবে মানুষ দেখবে। আনন্দ পাচ্ছিলাম তাই কাজটা করে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা কাজটা শেষে করেছি আর সেটা চরকিতে আসছে। এটাতে আমরা যে কী আনন্দিত ও সম্মানিতবোধ করছি, তা বলে বোঝানো সম্ভব না।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘রাজশাহীর এই ট্যালেন্টড তরুণরা যে এত সুন্দর একটা কাজ করে ফেলেছে সেটা না দেখলে মিস করবে দর্শক। চরকি শুধু চেষ্টা করেছে এই তরুণদের একটা প্ল্যাটফর্ম দেয়ার।’

 

Leave a Reply

Your email address will not be published.