আহ! যদি শুধু অভিনেতাই  হতে পারতাম: জয়

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।  আলোচিত-সমালোচিত এ অভিনেতা বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করছেন।

অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্ন করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন তিনি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি একটি পোস্ট দিয়েছেন এ অভিনেতা।

তারকা সংবাদের পাঠকদের জন্য জয়ের স্ট্যাটাসটি তুলে ধরা হলো—

জয় লিখেছেন— অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করলাম। নানান উত্থান-পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে, তা হচ্ছে— অভিজ্ঞতা।  তিনি বলেন, মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ! যদি শুধু অভিনেতাই  হতে পারতাম, তা হলে হয়তো শুধু ভালোবাসাটাই পেতাম।

এক বুক অভিমান নিয়ে  এ অভিনেতা আরও লিখেছেন— অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরও মধুর হতো। একজীবনে শতজীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোনো কাজে নেই। আমি এখন জিম্মি। বলেন তো জিম্মি  কি বলেও প্রশ্ন করে জানান শাহরিয়ার নাজিম জয়।

এদিকে এ উপস্থাপকের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি পোস্টের পরিপ্রেক্ষিতে নেটিজেনরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই পোস্টের কমেন্টবক্সে মোস্তাফিজ নামে এক নেটিজেন অভিনন্দন জানিয়ে লিখেছেন—অভিনয়ের ২৫ বছরপূর্তিতে অভিনন্দন ভাইয়া। আরেক নেটিজেন লিখেছন—অভিনন্দন ও শুভকামনা রইল।

নাহিদ নামের একজন লিখেছেন, ভক্তদের আরও ভালো ভালো কাজ উপহার দেবেন। সেই প্রত্যাশাই রইলো জয় ভাই।