গতকালই খবরটা প্রকাশিত হয়। ‘আয়নাঘর’ নামে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা জয় সরকার। জানা যায়, এরই মধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নাম লিপিবদ্ধ করেছেন জয় সরকার।
একই সঙ্গে জানান সিনেমাটিতে অভিনয় করবেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। কিন্তু দিন গড়িয়ে রাত হতেই জানা যায়, কেয়া পায়েল অভিনয় করছেন না সিনেমাটিতে।
বিষয়টি গণমাধ্যমকে কেয়া পায়েল জানান, ‘আমি কিছুই জানি না। কিভাবে কথাটা ছড়িয়েছে, তা-ও জানি না। তবে আমি সিনেমাটি করছি না।’
আজ দুপুর নাগাদ নির্মাতা জয় সরকার ফেসবুকে পোস্ট দিয়ে জানান, কেয়া পায়েল অভিনয় করছেন না।
উল্লেখ্য, গণমাধ্যম সূত্রে জানা যায়, রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হয়। ‘আয়নাঘর’ নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগও শোনা গেছে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আলোচনায় আসে আয়নাঘর। গুম হওয়া অনেকেই মুক্তি পেয়ে ফিরে আসেন পরিবার-পরিজনের কাছে।