‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ পড়লেন বাংলাদেশের অন্তু

জনপ্রিয় ভারতীয় রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর এবারের অডিশনে অংশ নিয়েছিলেন বাংলাদেশের গায়ক জাহিদ অন্তু। কলকাতার বাছাই পর্বে তিনি উত্তীর্ণও হন। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার‌।১৮ আগস্ট দুই ধাপের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। একই দিন তৃতীয় ধাপেরও বাছাই হয়। সেই ধাপেই বাদ পড়েন অন্তু। তবে বাদ পড়ার খবরটা গতকাল পেলেন তিনি।অন্তুর কথায়, ‘গতকাল তারা কলে করে আমাকে বাদ দেওয়ার কথাটি জানায়।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘প্রথম রাউন্ডে ৭০০ থেকে ৮০০ জন প্রতিযোগী ছিল। সেখান থেকে বাছাই করে দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জন প্রতিযোগীকে রাখা হয়েছিল। তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ৩০ থেকে ৪০ জনকে। আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম। জানি না কেন তারা আমাকে বাদ দিল!’

এর আগে জাহিদ অন্তু জানান, ইন্ডিয়ান আইডলে অংশ নিতে কলকাতা যাননি তিনি। গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। পরে জানতে পারেন সেখানে এর অডিশন হচ্ছে।

তার কথায়, ‘আমি জানতাম, “ইন্ডিয়ান আইডল”র প্রতিযোগিতায় ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না। কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল, আসো, ট্রাই করে দেখো। পরবর্তীতে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দেই।’