ইমন জয়ী হয়ে জানালেন দেশের মানুষ এখনো সিনেমাকে ভালোবাসে

নির্বাচন শেষে ‘কাগজ’ সিনেমার শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক ইমন । তবে এখনো ইমনের নির্বাচনের রেশ কাটেনি । শুটিংয়ের ফাকে ফাকে নির্বাচন নিয়ে আলাপচারিতায় মেতে উঠছেন সহ অভিনেতা বা সাংবাদিকদের সাথে। এই অভিনেতা মনে করেন, এই নির্বাচন দিয়েই প্রমাণ হয়ে গেছে দেশের মানুষ বাংলা সিনেমাকে কত ভালোবাসেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাংস্কৃতিক ও ক্রিয়াবিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন এই অভিনেতা।

ইমন বলেন, ‘দুই দিন ধরে লঞ্চে ঘুরে ঘুরে শুটিং করছি। যেখানেই যাচ্ছি, সবাই নির্বাচন নিয়ে কথা বলছেন। অনেকেই জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, “ভাই, নির্বাচনে আপনার জন্য কিছু করতে পারিনি, আমার এখানে শুটিং করেন।” তাঁদের থাকার জায়গায় শুটিং করতে বলছেন। যেটা আগে অনেকেই বিরক্ত মনে করতেন। আবার হোটেলের বয় বড় মাছটা এনে দিচ্ছেন। এটা চলচ্চিত্রশিল্পীদের প্রতি দর্শকদের ভালোবাসা। আর নির্বাচনের দিন দেশ–বিদেশ থেকে প্রতিমুহূর্তে ফোন পেয়েছি। সারা দেশের মানুষের আগ্রহ ছিল নির্বাচন নিয়ে। আমার জীবনে মনে হয় না শিল্পী নির্বাচন ছাড়া অন্য কিছু নিয়ে এত আলোচনা হয়েছে। এবার প্রমাণ হয়ে গেল, দেশের কোটি মানুষ বাংলা সিনেমাকে কত ভালোবাসেন।’

ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ থেকে বিজয়ী হয়েছেন তিনি। সবার সহযোগিতা নিয়ে সব শিল্পীর জন্য কাজ করতে চান এই নায়ক।