এবারের ঈদে শাকিব খান অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘বরবাদ’ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, আর শেষ মুহূর্তে চমক হিসেবে যোগ হয় ‘অন্তরাত্মা’।
‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শেষ হয় ২০২১ সালের মার্চে। কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে সঙ্গে নিয়ে এটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। ২০২২ সালে মুক্তির কথা থাকলেও সিনেমাটি আলোর মুখ দেখেনি। এরপর দীর্ঘদিন এ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।
এবারের ঈদে হঠাৎ করেই ছবিটি মুক্তি পেলেও প্রচারের অভাবে দর্শকদের আগ্রহ পায়নি। শাকিব খানসহ ছবির অন্য তারকারাও সিনেমাটির প্রচারে সক্রিয় ছিলেন না। তবুও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
তবে দর্শক সাড়া না থাকায় মুক্তির দ্বিতীয় দিনেই স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয় ‘অন্তরাত্মা’। সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি স্কয়ার শাখায় প্রথমে দিনে দুটি করে শো বরাদ্দ ছিল, কিন্তু দর্শক না থাকায় নির্ধারিত সময়ের আগেই ছবিটি সরিয়ে দেওয়া হয়।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ জানান, ‘‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা সেটি নামিয়ে দর্শকদের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’ নামিয়ে দেওয়ার পর ‘বরবাদ’-এর প্রদর্শনী বাড়ানো হয়েছে।’’
সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘অন্তরাত্মা’র প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে। শাকিব-দর্শনা ছাড়াও এতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।