আসছে মোশাররফ করিমের নতুন ছবি ‘কুরবাবু’ ও ‘বিলডাকিনি’

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর’ শুরুতে তেমন আলোচনায় না থাকলেও এখন চলছে হাউজফুল শো। দর্শকপ্রিয়তা পাওয়া এই সিনেমার সাফল্যের মধ্যেই জানা গেল তার নতুন দুটি সিনেমার খবর।

তাদের একটি হচ্ছে সরকারি অনুদানে নির্মিত ছবি ‘কুরবাবু’, যার শুটিং এখন শেষ পর্যায়ে। ছবিটি পরিচালনা করছেন নূর ইমরান এবং এটি নির্মিত হচ্ছে শাহাদুজ্জামানের লেখা ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে। এতে ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

নির্মাতা নূর ইমরান জানিয়েছেন, “আর মাত্র এক দিনের শুটিং করলেই পুরো সিনেমার কাজ শেষ হবে। আমরা পরিকল্পনা অনুযায়ী চুপচাপ কাজ এগিয়ে নিয়েছি।”

এছাড়া বাংলা নববর্ষে মুক্তির পরিকল্পনা রয়েছে মোশাররফ করিমের আরেক ছবি ‘বিলডাকিনি’-র। এটিও সরকারি অনুদানে নির্মিত। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য একের পর এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম।