খবর আগেই ছিল যে, মিমি চক্রবর্তীর পর এবার শাকিব খানের ‘দুষ্টু কোকিল’ হতে চলেছেন নুসরত জাহান! এবার বাংলাদেশি সুপারস্টারের জন্মদিনের প্রাক্কালে সেই গানের ঝলক দেখিয়ে নেটপাড়ায় আগুন ধরালেন দুই বাংলার দুই তারকা শাকিব খান ও নুসরাত ফারিয়া।
ডান্সফ্লোরে তাদের রোম্যান্টিক পারফরম্যান্স যে ঈদ আসার আগেই সুপারহিট, সেটা একদম পরিষ্কার।
আগামীকাল ২৮ মার্চ শাকিবের জন্মদিন, অন্যদিকে ৩১ মার্চ ঈদ। আর উৎসবের মৌসুমের কথা মাথায় রেখেই দিন দুয়েক আগে আইটেম নম্বর ‘চাঁদমামা’র টিজার প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমায় থাকছে এই গান। যে ছবির শুটিং হয়েছে মুম্বইয়ে। অ্যাকশন-রোম্যান্টিক ঘরানার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ‘খাদান’-এর ‘কিশোরী’ ইধিকা পাল। আর সেই সিনেমারই অংশ নুসরত জাহানের আইটেম ডান্স ‘চাঁদমামা’।
মাস খানেক আগেই মুম্বইতে গিয়ে ‘বরবাদ’ সিনেমার আইটেম নম্বর ‘চাঁদমামা’র শুটিং করে এসেছিলেন নুসরত। জানা গিয়েছে, ‘তুফান’ সিনেমারও দ্বিগুণ বাজেটে তৈরি হয়েছে ‘বরবাদ’। উল্লেখ্য, শাকিবের সঙ্গে এটা টলিউড অভিনেত্রীর দ্বিতীয় কাজ। এর আগেও ‘নকাব’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তাঁরা। তখনও শাকিব-নুসরত জুটিকে পছন্দ করেছিলেন দুই বাংলার দর্শকরা। তবে এবার শুধু আইটেম ডান্সের জন্য জুটি বেঁধে কেমন অভিজ্ঞতা? মুম্বই থেকে শুটিং করে ফিরেই অভিনেত্রী জানিয়েছিলেন, “পারফর্মার হিসেবে একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময়েই ভালো হয়। তাছাড়া শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। বাকিটার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে সকলকে।”
বলাই যায়, মঙ্গলসন্ধ্যায় সেই প্রতীক্ষার অবসান ঘটল। প্রকাশ্যে ‘চাঁদমামা’র টিজার। যেখানে শাকিব-নুসরতের মাখোমাখো রসায়ন নজর কাড়ল। পুরো গানটি মুক্তি পাচ্ছে ২৮ মার্চ, শাকিবের জন্মদিনে। আপাতত টিজারেই বুঁদ নেটপাড়া।