ঈদের সিনেমা ‘জান্নাত’

মোস্তাফিজুর রহমান মানিক তার ‘জান্নাত’ ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘তারকা সংবাদ’কে তিনি এ খবরটি নিশ্চিত করেছেন।

আনুষ্ঠানিক ঘোষণার জন্য শনিবার বিকেলে রাজধানীর মগবাজারের ‘রেড অর্কিড’ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মানিক ‘তারকা সংবাদ’কে বলেন, ‘আমার প্রযোজক সিনেমাটি কোরবানের ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়েছি।’

‘জান্নাত’-এর একটি দৃশ্যে মাহিয়া মাহি ও সাইমন। ছবিঃ গুগল

সিনেমাটি ২৭ জুলাই মুক্তির কথা ছিল। এ নিয়ে মানিক বলেন, ‘আমাদের সিনেমাটির যে বক্তব্য তা ঈদে মুক্তি দিলে বেশি করে সবার মাঝে পৌঁছাতে পারবে বলে বিশ্বাস, তাই এ সিদ্ধান্ত।’

ঈদে তো শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’ ও জাজের ‘বেপরোয়া’ আসবে। হলের দিক দিয়ে পিছিয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। তবে ‘জান্নাত’ পরিচালকের টার্গেট ঈদের প্রথম সপ্তাহে পঞ্চাশ সিনেমা হলে মুক্তি। তিনি বলেন, ‘কন্টেন্ট ভালো হলে দর্শক তা দেখবেই। আর তাই দর্শক চাহিদা তৈরি হলে হল সংখ্যা বাড়বেই।’

‘জান্নাত’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন ও আলীরাজ। ঢাকা, মানিকগঞ্জের হরিরামপুরসহ বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে।

জঙ্গিবাদ ও প্রেম নিয়ে নির্মিত ‘জান্নাত’র কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। সংলাপ লিখেছেন আসাদ জামান। গান লিখেছেন সুদীপ কুমার দীপ।

প্রযোজনা করেছে এস এস মাল্টিমিডিয়া।