ঈদে আসছে ছয় সিনেমা

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। প্রতি বছর দুই ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার একটা হিড়িক পড়ে। কয়েক বছর ধরেই এ প্রবণতা দেখা যাচ্ছে চলচ্চিত্রজগতে। গেল বছর ঈদুল ফিতরে মুক্তি পায় ১২টি সিনেমা। এ বছর ঈদুল ফিতরে মুক্তির মিছিলে রয়েছে ছয় সিনেমা।

সেগুলো হলো- ‘বরবাদ’, ‘অন্তরাত্মা’ ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘জ্বীন-৩’। সবগুলোই এরই মধ্যে সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির জন্য একেবারেই প্রস্তুত বলা যায়। প্রচারের অংশ হিসাবে টিজার, ট্রেলার, গান প্রকাশ হয়েছে। দর্শক ও প্রেক্ষাগৃহ মালিকদের মধ্যেও ঈদের সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

‘অন্তরাত্মা’:

একেবারে শেষ মুহূর্তে এসে কোনো ধরনের প্রচারণা ছাড়াই ঘোষণা এলো ‘অন্তরাত্মা’ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ঈদে। এটি শাকিব খান অভিনীত কয়েক বছর আগের সিনেমা।

এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। চার বছর আগে এটি নির্মাণ হলেও দীর্ঘদিন মুক্তির আলোচনায় ছিল না। সম্প্রতি সেন্সর ছাড়পত্র নিয়ে মুক্তির মিছিলে যুক্ত হয় সিনেমাটি।

‘বরবাদ’:

এদিকে এ সিনেমা আসার কারণে ঈদে অন্যদের সঙ্গে তো বটে, নিজের সঙ্গে নিজেরই আরেকটি লড়াইয়ে যুক্ত হতে হচ্ছে শাকিব খানকে। কারণ, একই সময় মুক্তি পাচ্ছে তার আরেক সিনেমা ‘বরবাদ’।

দীর্ঘদিন ধরেই চলছে এর প্রমোশন। শাকিবভক্ত-অনুরাগীরাও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছেন। এ মুহূর্তে প্রিয় নায়কের আরও একটি সিনেমা মুক্তির তালিকায় যোগ হওয়ায় তাদের কপালেও চিন্তার ভাঁজ। ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল।

দাগি’:

দুবছর পর ‘দাগি’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন আফরান নিশো। এবারও তার সঙ্গে জুটি বেঁধেছেন প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র নায়িকা তমা মির্জা। এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।

জংলি’:

সিয়াম আহমেদ-শবনম বুবলী ও দীঘিকে নিয়ে নির্মিত হয়েছে ‘জংলি’ সিনেমা। এটি পরিচালনা করেছেন এম রাহিম। এর আগে কয়েকদফা মুক্তির তারিখ ঘোষণা দিয়েও সিনেমাটি পর্দায় আনতে পারেননি নির্মাতা। অবশেষে এবারের ঈদে আসছে, এটি নিশ্চিত।

চক্কর ৩০২’ :

শরাফ আহমেদ জীবনের পরিচালনায় ‘চক্কর ৩০২’ সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এটি প্রায় দুবছর আগের নির্মিত সিনেমা।

জ্বীন-৩’ :

নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এখন সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। তিনিও আসছেন ‘জ্বীন-৩’ নামে একটি সিনেমা নিয়ে। তার সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। এটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রুমান।

Leave a Reply

Your email address will not be published.