আসছে ঈদ-উল-ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নতুন পরিচালক রায়হান রাফি পরিচালিত প্রতীক্ষিত একটি ছবি ‘পোড়ামন টু’। এ ছবির মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পাচ্ছে নতুন এক জুটি: সিয়াম-পূজা। ছোট পর্দার তরুণ তারকা সিয়ামের এটিই ১ম চলচ্চিত্র অভিনয়।
এ খবরগুলো ইতিমধ্যেই সবাই জানেন। তবে নতুন খবর হলো, পোড়ামন টু ঈদে দর্শকরা বড় পর্দায় দেখবার পাশাপাশি ছোট পর্দায় দেখতে পাবেন পোড়ামন সিরিজের প্রথম কিস্তি। । আসছে ঈদের পরের দিন (দ্বিতীয় দিন) দুপুর আড়াইটায় মাছরাঙা টেলিভিশনে বিশেষ চলচ্চিত্র হিসেবে প্রচারিত হবে ‘পোড়ামন’।
উল্লেখ্য, ‘পোড়ামন’ এবং ‘পোড়ামন টু ‘দুটি ছবিই প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
২০১৩ সালে মুক্তি পাওয়া পোড়ামন ছিল ঐ বছরের অন্যতম ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি। ছবিটি পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। অভিনয় করেছিলেন মাহিয়া মাহি, সাইমন সাদিক, আনিসুর রহমান মিলন, আলীরাজ, মনিরা মিঠু, বিপাশা কবির, মিশা সওদাগর সহ আরো অনেকে।
পোড়ামন ছবির বেশির ভাগ শুটিং হয়েছিল বান্দরবানের নীলগিরি, মেঘলাসহ মিয়ানমার সীমান্তের মনোরম লোকেশনে। পোড়ামন ছবির গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। বিশেষ করে ন্যান্সি ও শফিক তুহিনের গাওয়া ‘জ্বলে জ্বলে জোনাকী’ ছিল ২০১৩ সালের সেরা ৩টি জনপ্রিয় গানের মধ্যে একটি।