প্রতি ঈদেই সিনেমাপাড়ায় উৎসবের আমেজ থাকে। প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন সিনেমা, আর দর্শকদের ঢল নামে সিনেমা হলে।
এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। দেশের দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি নতুন সিনেমা, তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ দেশের ১২০টি হলে মুক্তি পেয়েছে এবং প্রথম দিন থেকেই দর্শকের অভূতপূর্ব সাড়া পেয়েছে। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ঈদের দিনই সিনেমাটি ২৮ লাখ টাকার ব্যবসা করেছে বলে জানিয়েছে বাংলা মুভি রিভিউ। দর্শকের ব্যাপক আগ্রহের কারণে ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাস তাদের শো-এর সংখ্যা বাড়িয়েছে, যা মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে বিরল ঘটনা।
বৃহস্পতিবার ব্লকবাস্টার সিনেমাসে সরেজমিনে দেখা যায়, ‘বরবাদ’ দেখতে দর্শকদের দীর্ঘ লাইন। এই মাল্টিপ্লেক্সে সকাল ১১:৪০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত সিনেমাটির ১০টি শো প্রদর্শিত হচ্ছে। ভিআইপি ‘রয়েল ক্লাব’ হলে রাখা হয়েছে চারটি বিশেষ শো, যেখানে প্রথমটি দুপুর ১২টায় ও শেষটি রাত ৮:৪৫-এ।
শুধু ঢাকাই নয়, ঢাকার বাইরেও ‘বরবাদ’-এর প্রতি দর্শকের চাহিদা তুঙ্গে। গাইবান্ধার রোমা প্রেক্ষাগৃহে মধ্যরাতেও প্রদর্শনী হয়েছে সিনেমাটির।
রোমান্টিক-অ্যাকশনধর্মী এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। আরও রয়েছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও ফজলুর রহমান বাবু। বিশেষ আকর্ষণ হিসেবে একটি আইটেম গানে দেখা গেছে কলকাতার নুসরাত জাহানকে।
সর্বোপরি, দর্শকের ভালোবাসা ও বিশাল সাড়া পেয়ে এবারের ঈদে বক্স অফিস মাতিয়ে দিচ্ছে ‘বরবাদ’।