জায়েদ খানের প্রার্থিতা বাতিলের পর তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর ।
জায়েদ খানের প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিশা বলেন, ‘জায়েদ কী করবে এটা তিনিই বলতে পারবেন। তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কিছু বলতে পারছি না।’
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে সত্যতা নিশ্চিত হওয়ায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে, এ ঘটনার পর শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় নিপুণকে।
নির্বাচিত সভাপতিকে নির্বাচন কমিশনার শপথ পড়ালেও এবার কাঞ্চনকে শপথ পড়ান বিদায়ী সভাপতি মিশা সওদাগর।
এর কারণ হিসেবে মিশা বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করায় আলমগীর ভাইসহ অনেকেই আমাকে অনুরোধ করেছে শপথ পড়ানোর জন্য। আর এটা আমি করতেও পারি। কারণ, বিদায়ী সভাপতি দায়িত্ব তুলে দেবেন নতুন সভাপতির কাছে। শপথ পড়ানোর মাধ্যমে সে কাজটি আমি করলাম।’
মিশাকে নতুন কমিটির উপদেষ্টা কমিটিতে রাখতে চেয়েছেন কাঞ্চন। এ বিষয়ে মিশা বলেন, ‘প্রস্তাব পেলে অবশ্যই ভেবে দেখব।’