‘ফ্যামিলি ফিউড’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে এসেছে বঙ্গ। এনটিভিতে প্রচারের পর এটি বঙ্গ অ্যাপেও দেখা যাচ্ছে। টান টান উত্তেজনায় ভরা পারিবারিক বিনোদনমূলক এ শোর উপস্থাপনা করছেন তাহসান।
গত মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। প্রথম মৌসুমে ২৪ পর্ব ধারণ করা হয়েছে। এ অনুষ্ঠানে ভিন্ন রকম এক তাহসানকে সবাই আবিষ্কার করেছেন। পারিবারিক এই শোতে অংশ নেওয়া প্রতিযোগীরাও তাহসানকে উপস্থাপক হিসেবে পেয়ে বেশ মজা পেয়েছেন।
গত রোববার দুপুরে কথা প্রসঙ্গে তাহসান বললেন, ‘এই শো বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়। অনেক আগে থেকে আমিও দেখেছি। যাঁরাই এই অনুষ্ঠান দেখেছেন, তাঁরা ধরনটা জানেন। যাঁরা নতুন দেখছেন, তাঁদের জন্য অন্য রকম মজা। স্টিভ হার্ভেকে দেখছি অনেক বছর। শো করতে গিয়ে আমার মধ্যে রোমাঞ্চকর ব্যাপারটা কাজ করছে। তবে প্রত্যেক উপস্থাপকের নিজস্ব একটা স্টাইল থাকে। আমি এ অনুষ্ঠানে তাঁর সেই স্টাইল অনুসরণ না করে আমার দেশের কথা ভেবে, নিজের ব্যক্তিত্বের কথা মাথায় রেখে শোটা করছি। মানুষও উপভোগ করছে। আমাদের দেশে পারিবারিক শো’র অভাব ছিল। এই অনুষ্ঠান সে অভাব অনেকটা ঘুচিয়েছে।’
শেষ কবে উপস্থাপনা করেছেন, তাহসানের মনে নেই। বললেন, ‘১২ কি ১৫ বছর তো হবেই।’
দীর্ঘদিন পর উপস্থাপনা প্রসঙ্গে তাহসান বললেন, ‘আমি চেয়েছি ভিন্নভাবে আসতে। আমার বন্ধুবান্ধব আর পরিবারের সবার সঙ্গে যেভাবে আড্ডা দিই, এখানেও সে রকম থাকার চেষ্টা ছিল। জোর করে আমাকে কিছু করতে হয়নি। গুরুগম্ভীর কিছু চাইনি।’
গানের পাশাপাশি একটা সময় অভিনয়েও নাম লেখান তাহসান। এখন টেলিভিশনের শোর উপস্থাপক হিসেবেও দেখা যাচ্ছে। তাঁর মতে, এখন উপস্থাপনার ধরনও পাল্টে গেছে। একটা সময় যাঁরা টেলিভিশনে উপস্থাপনা করতেন, তাঁরাই ছিলেন উপস্থাপক। এখন পডকাস্টের যুগ। উপস্থাপনার জায়গাটাও তাই অনেক বিস্তৃত।
তাহসান জানালেন, তিনি দীর্ঘ সময় ধরে জন স্টুয়ার্ট, স্টিভেন কোলবার্ট ও ট্রেভর নোয়ার উপস্থাপনা দেখেছেন।
তাহসান বললেন, ‘এই তিনজনের উপস্থাপনা বেশি দেখেছি। এত সুন্দর করে জাতীয় ও জনপ্রিয় সব ইস্যু নিয়ে কথা বলেন, মনে হয় এন্টারটেইনমেন্টের সঙ্গে অনেক শিক্ষণীয়ও। আমাদের দেশে আমরা যেটা পারি না, শিক্ষণীয় হলে বেশি শিক্ষণীয় হয়ে যায়। আর এন্টারটেইনিং হলে বেশি এন্টারটেইনিং হয়ে যায়। যাঁরা সমাজ বদলাতে চান, তাঁরা এত বেশি উপদেশমূলক কথা বলে ফেলি যে মানুষের কাছে তা সেভাবে পৌঁছায় না। মানুষ আসলে উপদেশ শুনতে পছন্দ করে না। কারও আবার রসবোধ এত বেশি যে শিক্ষণীয় কিছুও থাকে না। মাঝামাঝি একটা জায়গায় থাকার ব্যাপারটা অবশ্য আমি এই তিনজনের কাছ থেকে শিখেছি।’
দেশের মধ্যে তিনজন উপস্থাপক তাহসানের প্রিয়। তাঁর মতে, হানিফ সংকেতই বাংলাদেশে ৩৫ বছর ধরে এন্টারটেইনমেন্ট ও শিক্ষণীয় বিষয়কে সুন্দরভাবে সমন্বয় করেছেন। ছোটবেলায় ফজলে লোহানীর উপস্থাপনা দারুণ লাগত। এরপর আব্দুন নূর তুষারও তাহসানের খুব পছন্দের।