‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’ কিন্তু কেন?

ভূতের অস্তিত্ব না থাকলে ভূত নিয়ে নানান ভৌতিক কল্পকাহিনি আমাদের অনেকের জানা । এমনই কিছু ভৌতিক গল্পকে ভিত্তি করে অ্যান্থোলজি সিরিজ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। নাম দিয়েছেন ‘ষ’

মাছ রাঁধলে পেত্নী আসে- এমন একটি প্রচলিত ভৌতিক লোককথা প্রচলিত আছে। সেটাকেই নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে সিরিজের প্রথম পর্বে। এখানে দেখা যাবে, একাকী যুবক একদিন বাসায় মাছ রাঁধতে গিয়ে আবিষ্কার করে এক রহস্যময়ী আগন্তুককে। কিন্তু সেই বিল্ডিংয়ে তো মেয়ে নিষেধ। তবে কোথা থেকে আসলো ওই মেয়ে? এমন গল্পেই এগোবে পর্বটি।

অভিনেত্রী শিরিন আক্তার শিলা বলেন, ‘এটা আমার জীবনে প্রথম প্রোজেক্ট। কাজটা করে আমি অনেক খুশি। এর জন্য আমি আমার আই-ব্রো পুরো শেভ করে ফেলেছিলাম। দুই মাস আই-ব্রো ছাড়া ছিলাম। যা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। সহ-অভিনেতা, পরিচালক থেকে শুরু করে সকলেই অনেক সাহায্য করেছেন। এখন দর্শকরাই বলবে কাজটা কেমন হয়েছে। আমি শুধু আমার চেষ্টা চালিয়ে গেছি।’

অভিনেতা সোহেল মন্ডল বলেন, ‘হরর কনটেন্টে কাজ করতে হলে পুরা টিম মানে কাস্ট এন্ড ক্রু সবাইকেই পরিশ্রম করতে হয়। আর ভৌতিক কনটেন্ট প্রেজেন্টের ক্ষেত্রে যে মেক-আপ, গেট-আপ নেয়াটাও বেশ কষ্টসাধ্য। আর সে জায়গা থেকে নুহাশ তো সবসময় ইন্টারেস্টিং কজ করতে চায়। সব মিলিয়ে আমরা প্রচণ্ড মজা নিয়ে কাজটা করেছিলাম, তবে কষ্টও করতে হয়েছে।’

পরিচালক নুহাশ বলেন, “কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে এক স্ক্রিন আনার সময় এসেছে। এই গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে। পেটকাটা ‘ষ’-তে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “চরকি সব সময় চেষ্টা করে দর্শকদের মৌলিক ও ভিন্ন কনটেন্ট উপহার দেয়ার। ভৌতিক বা হরর কনটেন্ট চরকির পর্দায় এর আগে দর্শক দেখেনি। আশা করছি, সিরিজ ‘ষ’ দেখে দর্শক হতাশ হবে না।”

জানা গেছে, মোট চারটি পর্বে সাজানো হয়েছে ‘ষ’। এটি নির্মাতার প্রথম ওয়েব সিরিজ। এছাড়া চরকিরও প্রথম ভৌতিক কনটেন্ট এটি। তাই নির্মাতা-প্রযোজকরা দারুণ উচ্ছ্বসিত। এরই মধ্যে সিরিজটির পোস্টার ও ট্রেলার দর্শকদের মধ্যে কৌতুহল জাগিয়েছে। এখন দেখার পালা, মুক্তির পর কতখানি সাড়া জাগাতে পারে