এই মানুষটা হয়তো এখন জীবিত: মেহজাবীন

মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ একযুগেরও বেশি সময় ছোটপর্দা কাঁপিয়ে এবার পা দিয়েছেন চলচ্চিত্র জগতে। এইতো কিছুদিন আগে প্রিয় মালতী নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। প্রথম ছবিতে দুর্দান্ত অভিনয় করায় ভক্ত ও সমালোচকদের প্রশংসায় ভাসছেন তিনটি। তবে মনটা একেবারেই ভালো নেই তার।  কেননা গতকাল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় এক বাইকারের স্ত্রী আর সাত বছরের সন্তান নিহত হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে যায় সেই বাইকার। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট শেয়ার করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘আমি এই বাবার প্রতি সমবেদনা জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। নিজের প্রিয়জনকে চোখের সামনে মরতে দেখা মানে নিজের ভেতরেও একটা অংশ মরে যাওয়া।’

মেহজাবীনের কথায়, ‘এই মানুষটা হয়ত এখন জীবিত, কিন্তু তার ভেতরটা তার পরিবারের সঙ্গে সঙ্গে ইতোমধ্যেই মারা গেছে। আল্লাহ তাকে বেচে থাকার তৌফিক দিন। রাস্তাগুলো কখনোই নিরাপদ নয়।’

শেষে তিনি লিখেছেন, ‘সারা বছর ধরে অসংখ্য ঘটনা ঘটে যা অবহেলার পরিচয় দেয় কিন্তু এই ধরনের উদাসীনতা থামানোর জন্য কিছুই কার্যকর হচ্ছে না। যতদিন না বড় কোনো পদক্ষেপ নেওয়া হবে, ততদিন এটা প্রতিদিন শোনা, পড়া, অনুভব করা এবং ভুলে যাওয়া গল্প হয়েই থেকে যাবে।’

প্রসঙ্গত, ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.