একই দিনে চার শহরে স্বাধীনতা দিবস কনসার্ট, প্রধান মঞ্চে থাকছেন জেমস

একই দিনে চার শহরে স্বাধীনতা দিবস কনসার্ট, প্রধান মঞ্চে থাকছেন জেমস

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের চারটি শহরে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট। ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর আয়োজনে ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এই স্বাধীনতা কনসার্ট আয়োজন করা হয়েছে।

রমজান মাসের কারণে ২৬ মার্চ আয়োজন সম্ভব না হওয়ায় এপ্রিলে অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের মূল লক্ষ্য দেশীয় সংগীত ও সংস্কৃতিকে তুলে ধরা এবং ভারতীয় ও পাকিস্তানি সংগীতের আগ্রাসনের বিপরীতে স্থানীয় কৃষ্টি-সংস্কৃতিকে উৎসাহিত করা।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক উৎসব।

ঢাকার মঞ্চে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউল জেমস। এছাড়াও পারফর্ম করবেন ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথ, প্রীতম হাসান, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, মাহতিম সাকিব, আলেয়া বেগম, সোহান আলী, আবরার শাহরিয়ার, সেলিম চৌধুরী ও মিফতা জামান।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকনসাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যালসহ কিরণ দাস, ইমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু, পরাণ আহসান, আকলিমা মুক্তা ও ঋতুরাজ।

খুলনা স্টেডিয়ামে গান শোনাবেন ওয়ারফেজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কাগুল, কুঁড়েঘর, বিবর্তন, সঙ্গে থাকবেন মনির খান, আসিফ আকবর, বালাম, তাহসান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাউল, রুখসার রহমান, লিজা ও পলাশ।

বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠে অথবা আজিজুল হক কলেজ মাঠে আয়োজনটি অনুষ্ঠিত হবে। সেখানে পরিবেশন করবেন আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, এমএনবি, ভাইকিংস, বাগধারা, খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, আলম আরা মিনু, হৃদয় খান, কর্নিয়া, মিজান, লুইপা, কে জেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মুহিন।

গানের পাশাপাশি লোকসংগীত ও স্থানীয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হবে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।

Leave a Reply

Your email address will not be published.