‘একটা মানুষ কিভাবে এতো নিচে নামতে পারে’- রিয়াজকে উদ্দেশ্য করে বললেন জায়েদ খান

নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে আছে গোটা এফডিসি । চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা, বিতর্ক । এই নিবার্চনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ । প্রায় প্রতিদিন যাচ্ছেন এফডিসিতে ভোট চাইতে । গত ১৭জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন শিল্পীর সঙ্গে আলাপ করতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন রিয়াজ। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল । কান্নার একপর্যায়ে রিয়াজ আবেগাপ্লুত হয়ে বলেন ‘ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে।’
নায়ক রিয়াজের এমন কর্মকাণ্ডে অবাক হয়েছেন জায়েদ খান ।

জায়েদ খান বলেন, ‘রিয়াজ ভাইকে দেখে আমি সিম্পলি অবাক। একটা মানুষ কীভাবে এত নিচে নামতে পারে। যখন এই সদস্যদের বিষয়ে যাচাই-বাছাই করা হয়, তখন তিনি বাধা দেননি কেন। তিনি সিগনেচার কেন করেছেন? যেই লোকটাকে নিয়ে তিনি কেঁদেছেন, রমিজ উদ্দিন তার নাম; তাকে যখন সহযোগী করা হয়, সেখানে আপনারও (রিয়াজ) স্বাক্ষর আছে। সেই ফাইলও আমার কাছে আছে। সাংবাদিক সম্মেলন করে ফাইলটা আমি দেখাব। এগুলো দরকার নেই রিয়াজ ভাইয়ের। সিনেমা থেকে চলে গেছেন। সিনেমা টুকটাক করেন। সম্মানের সঙ্গে থাকেন আমাদের মাথার ওপর। এসব নোংরামি কইরেন না। আপনাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখেছি। আপনারা সিনিয়র, আপনাদের দেখানো পথেই আমরা হাঁটব। আমাদের খারাপ কিছু দেখলে শাসন করবেন। কিন্তু নোংরামি করবেন না।’

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি এফডিসিতে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক এই নির্বাচন।