একটি গানে চারজন তারকা

এ যেনো তারকাদের মিলনমেলা । এক গানে এবার কাজ করেছেন চারজন তারকা । ‘সবকিছু হয়ে যায় শূন্য ‘ শিরোনামে এক হয়ে কাজ করেছেন নকীব খান, কুমার বিশ্বজিৎ ও বাপ্পা মজুমদার এবং বরেণ্য গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি । গানটি লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গি । সুর ও সংগীতায়োজন করেছেন নকীব খান। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। গানটি রেকর্ড হয়েছে বাপ্পা মজুমদারের স্টুডিওতে।

এক ঝাক তারকাদের নিয়ে কাজ করার প্রসঙ্গে নকীব খান বলেন, ‘এটি রেকর্ড করার সময় ভীষণ ভালোলাগা কাজ করছিল। কারণ দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করলাম। চেষ্টা করেছি ট্রেন্ডি গানই করতে। শ্রোতা-দর্শকের ভালোলাগলেই আমাদের কষ্ট সার্থক হবে। অবশ্যই বাপ্পাকে ধন্যবাদ আমাদের পূর্ণ সহযোগিতা করার জন্য।’ শহীদ মাহমুদ জঙ্গি বলেন, ‘বলা যায় আমাদের সবার পথচলা একসঙ্গেই। সেই পথে আবারও বহুদিন পর হাঁটলাম, এটা সত্যিই ভীষণ ভালোলাগার।’ কুমার বিশ্বজিৎ বলেন, ‘একই অঙ্গনে একসঙ্গেই আছি আমরা। অবশেষে একসঙ্গে বহুদিন পর একটি গান করা হলো, তাও আবার নকীব ভাইয়েরই উদ্যোগে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।’ বাপ্পা মজমুদার বলেন, ‘গুণী তিনজন ব্যক্তিত্ব আমার স্টুডিওতে এসে কাজ করেছেন আমার ওপর আস্থা রেখেছেন-এতে সত্যিই আমি পুলকিত।’

কুমার বিশ্বজিৎ জানান মিউজিক ভিডিও নির্মাণ শেষে ‘গান ছবি’ নামে একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।