এখনও আইসিইউতেই ফরিদা পারভীন, দোয়া চাইলেন স্বামী

শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হন দেশের বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। এখনো তাকে আইসিইউতে রাখা হয়েছে।

তবে শিল্পীর শারীরিক অবস্থা এখনও ভালো নেই বলে জানালেন ফরিদার স্বামী বিখ্যাত বংশীবাদক গাজী আব্দুল হাকিম। সেই সঙ্গে স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন তিনি।

গাজী আব্দুল হাকিম গণমাধ্যমকে বলেন, ‘ফরিদা এখনও আইসিইউতেই আছেন। ভালো না হওয়া পর্যন্ত তাকে আইসিইউতেই রাখতে হবে।’

আব্দুল হাকিম আরও বলেন, ‘আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তায়ালার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।’

এর আগে শনিবার আব্দুল হাকিম স্ত্রী ফরিদার অসুস্থতার খবর জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘ফরিদা পারভীনকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে।’