এখানে দেশের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ: জায়েদ খান

ঢালিউডের তারকা অভিনেতা জায়েদ খান। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সেখানে নিয়মিত স্টেজ শো করছেন এই নায়ক।

সেই ধারাবাহিকতায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন। নব্বই দশকের বাংলা সিনেমার গানকে থিম করে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটির। জায়েদ খানের পাশাপাশি বাংলাদেশের আরও বেশকিছু তারকা এই অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি নিয়ে জায়েদ আমেরিকা থেকে বলেন, ‘নব্বই দশকের বাংলা সিনেমার গানের সঙ্গে পারফর্ম করলাম। আর আমার সঙ্গে ছিল আমেরিকার বংশোদ্ভূত মেয়েরা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এখানে এসে আমার দেশের মানুষের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ হয়েছি। আশা করছি, প্রবাসে এমন অনুষ্ঠান অব্যাহত থাকবে। এটি শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।’

এ দিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।

Leave a Reply

Your email address will not be published.