রোজা আসার বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই বাজারে দেখা যাচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিশেষ করে পাঁচ লিটারের বোতল পাওয়া যাচ্ছে না- এমনই অভিযোগ।
এর সুযোগে খোলা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। তাই এমন অসাধু ব্যবসায়ীদের ওপর ক্ষোভ ঝাড়লেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।
রবিবার দুপুরে এক ফেসবুক পোস্টে ব্যবসায়ীদের ওপর ক্ষোভ প্রকাশ করে ওমর সানী লেখেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। এখনও আপনাদের হারামিপনা কমেনি।’
এক মহৎ সমাধান দিয়ে ওমর সানী লেখেন, ‘এ সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নেই।’
ব্যবসায়ীদের উদ্দেশে ওমর সানী আরও লেখেন, ‘এগুলি করবেন না, দেখবেন কয়দিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা নাই।’