এটাই কিন্তু যুগ যুগ ধরে চলছে: মোশাররফ করিম

সম্প্রতি ‘শাদী মোবারক’ নামে একটি ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ইতোমধ্যেই ঢাকার অদূরে পুবাইলে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রেবেনা করিম জুঁই, সমাপ্তি, মিম চেৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই।

আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করছেন নির্মাতা।

নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, এ নাটকে সাধারণ মানুষের গল্প ফুটে উঠেছে। বলা যায় সামাজিক একটি গল্প। আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখা যায়, পরিবারের বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদেরও বিয়ে হয় না। রীতি অনুযায়ী আগে বড়দের বিয়ে করতে হবে। এটাই কিন্তু যুগ যুগ ধরে চলছে। এ নাটকেও এমনটাই দেখা যাবে। কোনো এক কারণে বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না, তাই ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। এটা নিয়েই পরিবার ও গ্রামে নানা ঘটনা ও বিভ্রান্তি চলতে থাকে।

নাটকটিতে তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন যথারীতি বড় ভাই শামীম জামান, মেজো ভাই মোশাররফ করিম ও ছোট ভাইয়ের চরিত্রে আ খ ম হাসান। ব্যক্তিজীবনে তিন বন্ধু দীর্ঘদিন পর আবারও একসঙ্গে এক নাটকে কাজ করছেন। শিগগির মাছরাঙা টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।