এটাই মনে হয়, আবার আমার যদি কোনো দিন টাকা না থাকে: আরশ খান

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আরশ খানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে নানা বিষয়ে কথা বলেন গুণী এই অভিনেতা।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমি অনেক সংগ্রাম করে আজকের জায়গায় এসেছি। একসময় টাকার জন্য অডিশনে যেতে পারিনি। অনেকের সহায়তায় অডিশনে গিয়েছি। অর্থনৈতিক টানাপোড়েন তো ছিলই। একবার আমার মা অনেক অসুস্থ।

কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছিল। ৭০ হাজার টাকা বিল আসে। আমার কাছে কোনো টাকাই ছিল না। হাহুতাশ ছাড়া কিছুই করার ছিল না। এর মধ্যে আমার পরিচিতি কিছু মানুষ কীভাবে কীভাবে আমাকে পুরো টাকা দেয়।

সেই দিন আমি শিখেছি মানুষের পাশে আমাকে সব সময় দাঁড়াতে হবে। যে কারণে এখন আমি যে টাকা আয় করি, তার মধ্যে নিজের জন্য কিছু রেখে, বাকি টাকা সবই যার প্রয়োজন জানতে পারলে তাকে দিয়ে দিই।

আমার কাছে এটাই মনে হয়, আবার আমার যদি কোনো দিন টাকা না থাকে, তখন কেউ না কেউ সহায়তায় এগিয়ে আসবেন। কারণ, আমার কষ্টের সময়গুলোয় আমি তারকা ছিলাম না।

প্রশ্ন: আপনার জীবনযাপন সম্পর্কে কিছু বলবেন?

আরশ খান: আমি সাধারণ জীবনযাপন করি। আমি উচ্চাভিলাষী না। কষ্ট কী সেটা আমি জানি। সত্য বলতে, আমার গাড়ি-বাড়ি কিছুই নেই, আমি পোশাক ভ্যানগাড়ি থেকে কিনি। এসব নিয়ে আমার কষ্ট নাই। যখন যা ভালো লাগে, সেটাই করি। এটাই আমি।

Leave a Reply

Your email address will not be published.