আধুনিক গানের জনপ্রিয় শিল্পী মিলা ইসলাম বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তির প্রতি বিরক্তি প্রকাশ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে প্রসঙ্গে মজার ছলে মন্তব্য করলেও, তা নিয়ে সংবাদমাধ্যমে ফলাও করে খবর প্রকাশিত হওয়ায় মিলা ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
মিলা তার ফেসবুক পোস্টে লেখেন, “একটি ইন্টারভিউতে বিয়ে নিয়ে মজার ছলে কিছু কথা বলেছিলাম। এটাকে সিরিয়াসভাবে নেওয়ার কিছু নেই। কিন্তু দেখছি বিভিন্ন গণমাধ্যম বিয়ে প্রসঙ্গটিকে শিরোনাম করে ছাপাচ্ছে। আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, এখন পুরোপুরি ক্যারিয়ার নিয়ে মনোযোগী। যখন বিয়ের সিদ্ধান্ত নেব, তখন সবাইকে জানিয়ে বিয়ে করব। নতুন অনেক কাজ করছি, অনেক কনসার্টে পারফর্ম করছি। আশা করবো, আমার বিবাহের জন্য নয়, বরং ক্যারিয়ারের জন্য শুভকামনা করবেন সবাই।”
ওই সাক্ষাৎকারে মিলা মজা করে বলেছিলেন, “অনেকদিন ধরে অপেক্ষা করছি, কেউ আমাকে জিজ্ঞেস করছে না প্রেম হয়েছে কিনা বা কবে বিয়ে করছি।”
তিনি আরও বলেন, “ছেলে খুঁজে পাচ্ছি না। নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন কাজ। তবে এখন বিয়ে নয়, প্রয়োজন একজন প্রকৃত বন্ধু, যে আমাকে বুঝবে।”
পছন্দের জীবনসঙ্গীর বিষয়ে মিলা বলেন, “আমি চাই গুড লুকিং, হ্যান্ডসাম, দায়িত্বশীল এবং মায়াবান একজন জীবনসঙ্গী। পশুপাখির প্রতি মায়া থাকা জরুরি। টাকা আয় করা জরুরি হলেও, কেবল ধনী জামাই আমি চাই না।”
সংবাদমাধ্যমকে উদ্দেশ করে মিলা অনুরোধ করেন, তার সঙ্গে কথা না বলে বিভ্রান্তিকর খবর না ছড়াতে।