এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি, বললেন নতুন ছবির প্রযোজক

ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। চলচ্চিত্র জগতে ইতোমধ্যে পার করেছেন আট বছর। এই সময়ে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

অতীতে কোনো ছবিতে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। এবার নেতিবাচক চরিত্রে পর্দায় আসছেন বুবলী। ছবির নাম ‘পিনিক’,।

ছবির পরিচালক জাহিদ জুয়েল। আর প্রযোজক শিমুল খান।

রোববার (১৫ ডিসেম্বর) প্রযোজক জানান, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।

কক্সবাজার ও রামুতে গত নভেম্বরে ‘পিনিক’ ছবির শুটিং হয়। ২২ ডিসেম্বর শুটিং শেষ হওয়ার কথা। গানের শুটিং দেশের বাইরে করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি মুক্তির পরিকল্পনা।

২০১৬ সালে বসগিরি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে বুবলীর।

নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করা বুবলী সরকারি তিতুমীর কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন।

পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন বুবলী। এরপর সংবাদপাঠিকার ভূমিকায়ও তাকে দেখা যায়। এরপর শাকিব খানের হাত ধরে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।