‘এমন মুহূর্তে ড্রেস চেঞ্জ করার অপশন ছিল না’

বাংলাদেশসহ বিশ্বের ১৮৪টি পর্দায় মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’। সিনেমায় কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও সিয়াম আহমেদ।

পুরো সিনেমায় মাত্র দুটো পোশাকে দেখা গেছে মিমকে। আর বিষয়টি নিয়ে হালের জনপ্রিয় এই নায়িকা বলেন, ‘অন্তর্জাল’ সিনেমা অনেকগুলো কারণেই আমার জন্য আলাদা। পুরো সিনেমায় আমার হাসিমুখ দেখতে পাবেন মাত্র দুইবার। এমনকি মাত্র দুইটা ড্রেসেই আস্ত একটা সিনেমা শেষ করতে হয়েছে।

তিনি বলেন, সিনেমাটা দেখলেই বুঝবেন, কত রকম টানটান উত্তেজনার মধ্য দিয়ে একেকটা মুহূর্ত গেছে। আসলে এমন মুহূর্তে ড্রেস চেঞ্জ করার কোনো অপশন ছিল না। আমি জানি, দর্শকও পর্দা থেকে চোখ সরানোর অপশন পাবেন না!

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দেশ ও দেশের বাইরে একইসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫০টি বিখ্যাত থিয়েটারে প্রদর্শিত হবে ‘অন্তর্জাল’। এটি ঢালিউডের সিনেমার ক্ষেত্রে অনন্য এক রেকর্ড, কারণ মুক্তির সময় দেশের চেয়ে বিদেশের মাটিতে এর প্রেক্ষাগৃহের সংখ্যা বেশি।

সিনেমায় নিশাদ চরিত্রে অভিনয় করেছেন মিম। আর লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, মাশরুর এনান (কিটো ভাই), অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.