‘এলো খুশির ঈদ’ গানে মুখরিত শিল্পকলা একাডেমি

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠান।

সেই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।’ মুখরিত হয়েছে শিল্পকলা একাডেমি।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যা সাতটায় নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাতের ঈদ আনন্দ অনুষ্ঠান। পরিবেশনার শুরুতেই কাওয়ালি ও মাইজভান্ডারি পরিবেশন করেছেন আহমেদ নূর আমেরি ও সহশিল্পীরা।

প্রায় একশো বছর ধরে মুসলিম বাঙালির ঈদ-আনন্দের অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে আছে নজরুলের এ গানটি। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

Leave a Reply

Your email address will not be published.