এ রকমটাই তো চেয়েছিলাম: সাবিলা

চার মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে গত মাসে দেশে ফিরেছেন মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূর। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও আগামীর পরিকল্পনা নিয়ে দেশের শীর্ষ স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারের কিছু চুম্বক অংশ তুলে ধরা হলো।

প্রশ্ন: দেশের বাইরে সময়টা কেমন কেটেছে?

সাবিলা নূর : আমার বড় বোন টেক্সাসে থাকে। আব্বু-আম্মুও যুক্তরাষ্ট্রে। আমি মূলত টেক্সাসে ছিলাম। ফ্লোরিডাও গিয়েছিলাম। চার মাসে অস্টিনেও দুই-তিনবার যাওয়া হয়েছে। এবারের ট্যুরে নতুন অভিজ্ঞতা হয়েছে, সরাসরি টেক্সাসে লিনকিন পার্কের কনসার্ট উপভোগ করা আর ফ্লোরিডায় ইউনিভার্সেল স্টুডিও ভিজিট করা। এর আগে আমি আর নেহাল (সাবিলার স্বামী) সিঙ্গাপুরের ইউনিভার্সেল স্টুডিওতে গিয়েছিলাম।

প্রশ্ন: দেশে ফেরার পর কীভাবে সময় কাটছে?

সাবিলা নূর : কিছু চিত্রনাট্য হাতে পেয়েছি। পড়ছি। এখান থেকে নতুন কোনো কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেব।

প্রশ্ন: বড় পর্দায় কবে দেখবো?

সাবিলা নূর : আমি সব সময় বলে আসছি, বড় পর্দা বড় একটা দায়িত্ব। কারণ, দর্শক আমাকে হলে গিয়ে টিকিট কেটে দেখবেন। আমি অবশ্যই শতভাগ প্রস্তুতি নিয়ে সিনেমায় আসতে চাই।

এমন একটা গল্পে কাজ করতে চাই, সবাই যেন বলে, এমন সিনেমায়ই তো সাবিলাকে চেয়েছিলাম। এ রকমটাই তো চেয়েছিলাম। তারই প্রস্তুতি নিচ্ছি। ইচ্ছা আছে এই বছর কিংবা সামনের বছর বড় পর্দার জন্য কাজ করার।