ওটিটিতে দেখতে পাবেন বলিউডের চারটি সিনেমা-সিরিজ। আসুন বিস্তারিত জেনে নেই।
‘ছাবা’
গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। লক্ষ্মণ উতেকর পরিচালিত ঐতিহাসিক ড্রামাধর্মী ছবিটি বক্স অফিস মাতানোর পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ১১ এপ্রিল থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি। ‘ছাবা’ ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গেছে। তাঁর তুখোড় অভিনয় আপামর সিনেমাপ্রেমীর মন জয় করেছে।
মোগল বাদশাহ আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। অভিনেত্রী রাশমিকা মান্দানাকে সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাইয়ের ভূমিকায় দেখা গেছে।
‘সুপারবয়েজ অব মালেগাঁও’
২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুপারবয়েজ অব মালেগাঁও’। মুক্তির পর সমালোচকদের প্রশংসা কুড়ানো সিনেমাটি পরিচালনা করেছেন রিমা কাগতি। ওটিটিতে মুক্তির তারিখ এখনো ঠিক না হলেও দর্শক যে প্রাইম ভিডিওতে সিনেমাটি এপ্রিলেই উপভোগ করতে পারবেন, এটা পাক্কা।
২০১২ সালে মুক্তি পাওয়া ফাইজা আহমেদ খানের তথ্যচিত্র ‘সুপারম্যান অব মালেগাঁও’-এর ফিকে হয়ে যাওয়া স্মৃতি উসকে দেবে এই ছবি। চার যুবকের গল্প বলার মধ্য দিয়ে পরিচালক রিমা কাগতি ফিল্ম মেকিংয়ের পথে হাঁটতে গেলে কোন কোন মোড় পেরোতে হয় এবং পেরোতে গিয়ে পারস্পরিক সম্পর্ক কীভাবে হোঁচট খায়, সেটা তুলে ধরেছেন।
মহারাষ্ট্রের নাসিক জেলার ছোট্ট একটি গ্রাম মালেগাঁও থেকে উঠে আসা নাসির শেখ ও তাঁর ফিল্ম মেকার বন্ধুদের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রিমা কাগতি। এতে অভিনয় করেছেন আদর্শ গৌরব, বিনীত কুমার সিং, শশাঙ্ক অরোরা, অনুজ সিং দুহান প্রমুখ।
‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’
২৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সাইফ আলী খানের নতুন হেইস্ট থ্রিলার ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’। ২৮ মার্চ এক্সে একটি পোস্টার শেয়ার করে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করে নেটফ্লিক্স।
সিদ্ধার্থ আনন্দ প্রযোজিত ছবিটিতে সাইফের পাশাপাশি মুখ্য ভূমিকায় রয়েছেন জয়দীপ আহলাওয়াত। ছবিতে সাইফ একজন চোরের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছেন মাফিয়া বসরূপী জয়দীপের। ছবিতে আরও রয়েছেন কুনাল কাপুর ও নিকিতা দত্ত।
‘লাভইয়াপা’
নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রেখেছিলেন আমির খান-পুত্র জুনাইদ খান। গত ৭ ফেব্রুয়ারি ‘লাভইয়াপা’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে এই তারকা-পুত্রের। এই রোমান্টিক কমেডি ছবিতে জুনাইদের নায়িকা ছিলেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে খুশি কাপুর।
অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাভইয়াপা’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। এজিএস এন্টারটেইনমেন্টের সহযোগিতায় ফ্যান্টম স্টুডিও প্রযোজিত ‘লাভইয়াপা’ দক্ষিণি ছবি ‘লাভ টুডে’র হিন্দি রিমেক।