টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ দম্পতি ওমরাহ পালন করেছেন।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে আয়মান সাদিক তার ফেসবুকে পেজে স্ত্রী মুনজেরিনকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের একটি ছবি পোস্ট করেছেন।
আয়মান ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।
দেশের অনলাইনে দারুণ জনপ্রিয় শিক্ষক জুটি আয়মান সাদিক ও মুনজেরিন।গত বছর সেপ্টেম্বর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি মসজিদে পরিবার ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এ জুটি। এরপর ২৩ সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।
কুমিল্লার ছেলে আয়মান সাদিকের পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। পড়াশোনা শেষ করে ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন এই তরুণ। যা গত কয়েক বছরে দারুণ জনপ্রিয়তা পায়।
মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে। এই বিষয়ে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান পেয়েছিলেন মুনজেরিন। এরপর বৃত্তি নিয়ে ইংরেজিতেই স্নাতকোত্তর করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। মুনজেরিন বর্তমানে ‘টেন মিনিট স্কুল’এ ইংরেজির শিক্ষক।