‘কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে গিয়ে ভালোবাসুন’

মুক্তির পর সারা দেশে ঝড় তুলেছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের ছবি তুফান। গত ১৭ জুন মুক্তির পর থেকে রায়হান রাফি পরিচালিত ছবি একের পর এক রেকর্ড ভাঙছে। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি এবার ভারতে মুক্তি পেতে যাচ্ছে। আর তাই বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

‘তুফান’-এর প্রচারের ফাঁকেই ট্রলকারীদের জবাব দিলেন মিমি। তার কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল না করে বাস্তবেই বাংলা ছবির পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বাঙালি তারকা বাংলা ছাড়া ইংরেজি কিংবা হিন্দিতে কথা কথা বললে তাদেরকে ট্রল হতে হয়।

ট্রল প্রসঙ্গে মিমি বলেন, ‘একটা ছোট্ট কথা বলি, আমি যদি আমার ইন্টারভিউতে একটা হিন্দি কিংবা ইংরেজি শব্দ ব্যবহার করি, তাহলে আপনারাই সেই পোস্টের নিচে গিয়ে লিখবেন, উম…হিন্দিতে কথা বলছে, উম ইংরেজিতে কথা বলছে। কেন বাংলা ভাষায় কথা বলতে লজ্জা লাগে? যারা একথা বলেন, তারা গিয়ে হলে দাঁড়িয়ে কিন্তু বাংলা ছবি দেখেন না।’

তাদের সকলকে বলব, কমেন্ট সেকশনে বাংলা ভাষাকে না ভালোবেসে হলে গিয়ে ভালোবাসুন। তাহলেই বাংলা সিনেমা এগোতে পারবে।’

তুফান সিনেমাটি গত ২৮ জুন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৮টি দেশে মুক্তি পায়। বাকি দেশগুলো হচ্ছে─অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি। ছবিটি বিদেশে পরিবেশনার দায়িত্বে আছে ভারতের এসভিএফ।

আনকাট সেন্সর পাওয়া তুফানে শাকিব খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।

আরও আছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু। ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন।