কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের ইতিহাস

দেশের সিনেমা অঙ্গনের জন্য এক গৌরবময় ইতিহাস রচনা হলো। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন, কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র জায়গা করে নিলো অফিসিয়াল সিলেকশনে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আলী’।

‘আলী’ নির্মাণ করেছেন আদনান আল রাজীব। প্রযোজনায় আছেন বাংলাদেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশনের দায়িত্বে রয়েছে ‘রানআউট ফিল্মস’। এবার ‘আলী’ লড়বে পাম দি’অর বা স্বর্ণপামের জন্য, বিশ্বের অন্যান্য নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে।

এ অর্জন নিয়ে উচ্ছ্বসিত প্রযোজক তানভীর হোসেন বলেন, ‘আমরা সাধারণত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে খুব বেশি গুরুত্ব দিই না। অথচ এই মাধ্যম থেকেই নতুনরা অভিজ্ঞতায় বড় হয়ে ওঠে। কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেয়া নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। আমরা বলতে চাই, আমরাও বিশ্বমানের কাজ করি।’

নির্মাতা আদনান আল রাজীব সিনেমাটি নিয়ে নিয়মের বাধ্যবাধকতার কারণে বিস্তারিত জানাতে না পারলেও জানান, ২০২৪ সালের নভেম্বরে সিলেটে ‘আলী’র চিত্রায়ন হয়। গল্প সম্পর্কে সামান্য ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিজীবনের অভিজ্ঞতার ভেতর দিয়ে একটি অনিবার্য সত্য খোঁজার চেষ্টা করেছি। কাজটি সহজ-সরল এবং নান্দনিকভাবে উপস্থাপন করাই ছিল লক্ষ্য।’

নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান তারেক জানান, ‘আলীর গল্প নিয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। পরিচালক ও প্রযোজকদের কাজের ধরন সম্পর্কে জানতাম বলেই নিশ্চিত ছিলাম যে, আন্তর্জাতিক দর্শকরা এটিকে গ্রহণ করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা আন্তর্জাতিক মানের নির্মাণে সক্ষম হয়ে উঠেছি।’

‘আলী’র সাফল্যের সঙ্গে আরও একটি গৌরবময় সংযোগ রয়েছে। এর মূল প্রোডাকশন হাউস ‘ক্যাটালগ’—যা আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর যৌথ উদ্যোগে গড়ে ওঠা প্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের লক্ষ্যেই তৈরি হয়েছিল ক্যাটালগ।

ক্যাটালগের আরেকটি চলচ্চিত্র, ফিলিপাইনের ‘আগাপিতো’ও (নির্মাতা আরভিন ও কাইলার যৌথ পরিচালনায়) কানের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে। দুটি চলচ্চিত্রেরই সহ–প্রযোজক আদনান আল রাজীব ও তানভীর হোসেন। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দু’টি চলচ্চিত্রের কানে নির্বাচিত হওয়া একটি বিরল অর্জন।

সব মিলিয়ে, কানের ৭৮তম আসরে ‘আলী’ ও ‘আগাপিতো’র মাধ্যমে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে গর্বিত উপস্থিতি ঘটিয়েছে ক্যাটালগ ও এর নির্মাতারা।

Leave a Reply

Your email address will not be published.