‘কারো মনে আঘাত দিয়ে কোনোদিন বড় হতে পারবেন না’

সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। তাসরিফের গাওয়া প্রথম ‘মধ্যবিত্ত…’ গানটি রাতারাতি তাকে শ্রোতাদের কাছে নিয়ে যায়। অল্প সময়ে গানটি আড়াই লাখবার শেয়ার হয়। গানটিতে মধ্যবিত্তের মনের কথা ফুটে ওঠে। পরবর্তী সময়ে ‘তুমি মানে আমি…’, ‘ময়না রে…’, ‘তাই তো আইলাম সাগরে…’, ‘ব্যাচেলর…’ গানগুলো আলোচনায় আনে।

মূলত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী তিনি। গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মানবিক কাজ ও সচেতনতা বৃদ্ধিতে সরব থাকেন।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি বলেছেন, কাউকে ইচ্ছা করে মনে আঘাত দিয়ে কেউ কোনো দিন বড় হতে পারবে না।

তাসরিফ লিখেছেন, ‘কারণে–অকারণে কাউকে ইচ্ছাকৃতভাবে ছোট করলে নিজের অজান্তেই আপনি আপনার চারপাশের লোকজনের কাছে একজন ছোটলোক হিসেবে বিবেচিত হন। জেনে রাখুন, তারা আপনাকে করুণা করে বিধায় মুখের ওপরে ছোটলোক বলতে পারে না।’

পোস্টের পাশাপাশি কমেন্ট বক্সেও জুড়ে দিয়েছেন আরেকটি মন্তব্য। লিখেছেন, ‘হোক অনলাইনে কিংবা অফলাইনে, মানুষকে ছোট করা থেকে বিরত থাকুন। কাউকে ইচ্ছা করে মনে আঘাত দিয়ে আপনি কোনো দিন বড় হতে পারবেন না। কোনো দিনই না।’