কাল একঝাঁক তারকাকে সঙ্গে নিয়ে ‘দরদ’ দেখতে যাচ্ছেন শাকিব খান

শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’। একই সঙ্গে চলছে যুক্তরাষ্ট্র, মালদ্বীপসহ অন্যান্য দেশে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বেশ বড় পরিসরের মুক্তি পেয়েছে সিনেমাটি। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে সিনেমাটি।

রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’-এ দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন শাকিব। তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সকলের।

‘দরদ’ মুক্তির সময় ‘বরবাদ’র শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের ‘দরদ’ উন্মাদনা দেখছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড়পর্দায় সিনেমাটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব।

২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’র একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কিনে ফেলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। সিনেমাটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন।

শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন বলে জানা গেছে।

অনন্য মামুন পরিচালিত সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমাটিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। এতে আরও অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published.