কী হয়েছিলো শাহবাজের?

মাত্র ৩৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানি।

রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে রবিবার দিবাগত ৩টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, তিনি সকালে বিষয়টি জানতে পারেন এবং সহকর্মীদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নিচ্ছেন।

নাট্যনির্মাতা তুহিন হোসেন জানিয়েছেন, “তার হাই প্রেসার ছিল। রবিবার রাতে আচমকা অস্থির হয়ে পড়ে বমি করতে শুরু করে। হাসপাতালে নেওয়া হলে আধা ঘণ্টার মধ্যে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

ইমরাউল রাফাত জানান, শাহবাজ সানি রবিবার রাতে উত্তরায় আড্ডা দিচ্ছিলেন, তবে হঠাৎ মাটিতে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনিও মৃত্যুর খবর পান।

শাহবাজ সানির মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় নেওয়া হয়েছে, যেখানে বাদ জোহর তাঁর জানাজা হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অভিনেতা জিয়াউল হক অপূর্ব এবং নিলয় আলমগীর সহ অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সানির কাছের বন্ধু ও সহকর্মীরা তাঁর অকাল মৃত্যুতে শোকাহত। 

শাহবাজ সানি তাঁর শোবিজ জীবন শুরু করেছিলেন ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ টেলিফিল্ম দিয়ে। এরপর তিনি ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন, যা তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তাঁর অভিনীত অন্যান্য নাটকগুলো ছিল ‘চরের মাস্টার, বিফলে মূল্য ফেরত, ট্রাভেল শো, মহব্বত’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published.