হাজং গান ‘নাসেক নাসেক’ দিয়ে শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার যাত্রা । গানটির দুইটি অংশ রয়েছে, হাজং ভাষার অংশটি গেয়েছেন অনিমেষ রয় এবং ‘দোল দোল দুলুনি’ অংশটুকু গানটি গেয়েছেন পান্থ কানাই। তবে গানপ্রিয় মানুষের মনে একটি প্রশ্ন, কেনো হাজং গান দিয়ে কোক স্টুডিও বাংলা শুরু হয়েছে ?
কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের সংগীত প্রযোজক অর্ণব এর উত্তরে বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম সিজনের ১০টি গান আসবে ভিন্ন ভিন্ন সময়ে। যেমন ধরেন, বর্ষা ঋতুতে আমরা যদি একটা গান আনি, তাহলে গানটাতে ওই ঋতু-ওই সময়ের যেন একটা প্রতিচ্ছবি থাকে, সে চেষ্টা থাকবে আমাদের। যেহেতু আমাদের পরিকল্পনা ছিল ফেব্রুয়ারিতে কোক স্টুডিও বাংলার প্রথম গান প্রকাশ করার, তাই আমরা এমন গান নির্বাচন করতে চেয়েছি যেখানে ভাষার বৈচিত্র্য আছে, সুরের বৈচিত্র্য আছে এবং এটার মাধ্যমে আমরা যেন ভাষার মাসে বাংলার পাশাপাশি অন্য ভাষাকেও সম্মান দেখাতে পারি। আর আমি তো মনে করি হাজং ভাষা, সংস্কৃতি বাংলার বাইরে নয়।’
অর্ণবের মত করে বাপ্পা মজুমদারও এই প্রসঙ্গে জানিয়েছেন ‘প্রথমত, কোক স্টুডিও বাংলা নামকরণে আমি খুশি। আমার কাছে শুধু বাংলার মানে অনেক বড় কিছু। আর সেই বিশালত্বের মধ্যে শুধু হাজং কেন, দেশের সব আদিবাসীর ভাষা-সংস্কৃতিও পরে।’
উল্লেখ্য যে, গত বুধবারে গানটি মুক্তির পর ইতিমধ্যে এক মিলিয়ন ভিউ অর্জন করেছে ।