খালি মাঠ ছেড়ে দেব না: হিরো আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়েছেন হিরো আলম। তার মার্কা ‘ডাব’। ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন তিনি।

সংসদ সদস্য হিসেবে তিনবার নির্বাচন করার অভিজ্ঞতা তুলে ধরে গণমাধ্যমকে হিরো আলম বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এটা আমার চতুর্থবার নির্বাচন করা। এর আগে নির্বাচনে আমি হামলার শিকার হয়েছি। আশা করছি, এইবার এমন ঘটনার মুখোমুখি হবো না। আর নির্বাচনটাও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোনো ধরনের কারচুপি হবে না।

তিনি বলেন, ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকব। খালি মাঠ ছেড়ে দেব না।

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন হিরো আলম।