খ্যাতনামা নির্মাতা সি বি জামান আর নেই

দেশের খ্যাতনামা নির্মাতা সি বি জামান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘উজান ভাটি’র এই পরিচালক।

সি বি জামানের মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান।
তিনি জানান, বাবা গত এক সপ্তাহ আগে হার্ট অ্যাটাকের পর থেকেই আইসিইউতে ছিলেন।

তিনি আরও জানান, জানাজা কিংবা দাফন নিয়ে এখনো কোনো পরিকল্পনা করেননি। পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।

তবে সি এফ জামান জানান, আমাদের গ্রামের বাড়ি সিলেট। সেখানেই নিয়ে যাব, সিলেট শাহজালার রহ. এর দরগাহ কেন্দ্রিক যে কবরস্থান সেখানেই দাফন হবে।

সি বি জামান ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার পরিচালিত চলচ্চিত্র পুরস্কার ১৯৮৩ সালে পাঁচ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।

এছাড়া তিনি উজান ভাটি ও কুসুম কলি’র মত চলচ্চিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্র দুইটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে।

তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র কুসুম কলি ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল।
চলচ্চিত্র পরিচালনা ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র অরুণ বরুণ কিরণ মালা। এছাড়া তিনি দু’টি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.