গল্পটা ঈদের সারপ্রাইজ হিসেবে ভক্তদের জন্য তোলা থাক’

দুটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে এই খবরে। একটি, সময়ের অন্যতম অভিনেতা মুশফিক আর ফারহানের গল্পে নির্মিত হয়েছে ঈদের এই বিশেষ নাটক, যার নাম ‘হাউ-কাউ’। অন্যটি, এই গল্পের প্রায় পুরোটাজুড়েই রয়েছে গরু-রহস্য!

এক লাইনে বলতে গেলে, প্রেমিকার পিছু ছুটছেন গল্পের নায়ক। আর নায়কের পেছনে ছুটতে দেখা যাবে একটা গরু!

মুশফিক আর ফারহানের এমন অদ্ভুত রহস্যময় প্রেমের গল্পে ঈদের বিশেষ এই নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন মনিরুল ইসলাম রুবেল ও একে পরাগ। নির্মাণ করেছেন পরাগ নিজেই। আর এতে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন সাফা কবির, আরফান মৃধা শিবলু, জয়নাল জ্যাক প্রমুখ।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার।

‘হাউ-কাউ’-এর গল্প প্রসঙ্গে আগামী কিছু বলতে নারাজ গল্পকার মুশফিক আর ফারহান। জানান, ‘গল্পটা ঈদের সারপ্রাইজ হিসেবে ভক্তদের জন্য তোলা থাক।’

অন্যদিকে নির্মাতা একে পরাগ জানান, ‘এটা একটা প্রেমের গল্প। মফস্বল শহরের প্রেম। এক প্রেমিকার মন জয় করার জন্য দুই বন্ধুর নানা পরিকল্পনার গল্প। গল্পটাতে প্রেম আছে। প্রেমের জন্য পাগলামি আছে। দর্শকরা দেখে মজা পাবেন।’

‘হাউ-কাউ’ প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে ১৪টি বিশেষ নাটকের আয়োজন থাকছে সিএমভি’র ব্যানারে। যার সবগুলোই তারকাখচিত বড় বাজেটের প্রজেক্ট। চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এগুলো উন্মুক্ত হবে ধারাবাহিকভাবে।

Leave a Reply

Your email address will not be published.