এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘দাগি’ সিনেমা। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় একটি রোমান্টিক গানে জুটি বেঁধে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। রোমান্টিক এই গানের কথা লিখেছেন সাদাত হোসাইন, সুর ও সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। সিনেমাটির আবহ সংগীতও করেছেন তিনি।
গানটি প্রসঙ্গে মাশা ইসলাম বলেন, ‘অনেকটা হুট করেই গানটিতে কণ্ঠ দেওয়া হয়েছে। আমার সঙ্গে রয়েছেন তাহসান ভাইয়া। বেশ সুন্দর একটি গান। আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে গানটির সুর। আমার কাছে মনে হয়েছে, গানটা কমপ্লিমেন্ট করেছে তাহসান ভাইয়া আর আমার কণ্ঠটা।’
এর আগেও তাহসানের সঙ্গে প্লেব্যাক করেছেন ‘টেকা পাখি’ খ্যাত এই শিল্পী। ‘মায়াশালিক’ ওয়েব ফিল্মে ‘বলা হয় না’ গানটিতে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মাশা।
অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে ‘দাগি’ সিনেমার মাধ্যমে এবারের ঈদুল ফিতরে দুই বছর পর বড় পর্দায় ফিরবেন আফরান নিশো। এতে আরো অভিনয় করেছেন- তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনোজ প্রামাণিক, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।