গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলা সংগীতজগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরেছেন। তবে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের মেয়ে ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্চে উঠে প্রায় সোয়া এক ঘণ্টা গানও গেয়েছেন তিনি। আমন্ত্রিত দর্শক–শ্রোতারাও মুগ্ধ হয়ে তার গান শুনছিলেন। তবে হঠাৎ গানের মাঝেই অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

কণ্ঠশিল্পীর মেয়ে ফায়রুজ বাঁধন বলেন, দীর্ঘদিন পর আম্মু আজ মঞ্চে উঠেন। তবে গানের মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আম্মুর মাথাব্যথা শুরু হয়। পরে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়।

এদিকে চিকিৎসা শেষে ইতোমধ্যে সাবিনা ইয়াসমিনকে বাসায় নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।

তিনি বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’

দীর্ঘ এক বছরেরও বেশি সময় গান গাওয়া থেকে বিরতি নিয়েছিলেন সাবিনা ইয়াসমিন।

২০০৭ সালে ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আবারও গান শুরু করেছিলেন। মাঝখানে বিশ্বের কয়েকটি দেশের প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত অনুষ্ঠানেও গান করেছেন।

তবে গত বছরের ফেব্রুয়ারিতে নতুন করে তার শরীরে ক্যানসার ফিরে আসে। ওই সময় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ফিরেছিলেন তিনি। তবে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছিল এই কণ্ঠশিল্পীকে।