বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জাওয়ান’ ঝড় বইছে গোটা বিশ্বে। বৃহস্পতিবার সিনেমাটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে। শাহরুখ ভক্তদের মাঝেও কিং খানের নতুন ছবি নিয়ে ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে।
ভক্তদের পর এবার ‘জাওয়ান’ উন্মাদনায় গা ভাসাল সার্চ ইঞ্জিন গুগল। গুগলে ঢুকে ‘জাওয়ান’ লিখে সার্চ করলেই গোটা স্ক্রিন ব্যান্ডেজে ঢেকে যাচ্ছে। যেমনভাবে গোটা শরীরে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় এই ছবিতে দেখা গেছে কিং খানকে, ঠিক সেই একই ব্যান্ডেজ ভেসে উঠছে ফোন বা কম্পিউটারের স্ক্রিনে।
শাহরুখ খানের নতুন সিনেমা নিয়ে গুগলের এই ম্যাজিক দেখতে চাইলে প্রথমে নিজের ফোন কিংবা ল্যাপটপে গুগলে গিয়ে ‘জাওয়ান’ লিখে সার্চ করতে হবে। এরপর নিচে একটি ওয়াকিটকি আসবে। সেখানে ক্লিক করলেই স্ক্রিনের চারপাশে ভেসে উঠবে এই সিনেমার বিখ্যাত সেই ব্যান্ডেজ। এরপরেই শাহরুখের গলায় শোনা যাবে ‘রেডিইইইই’।
গুগলের এই ‘জাওয়ান’ ম্যাজিক দারুণভাবে উপভোগ করছে ভক্তরা। এমনকি বিষয়টি চোখে পড়েছে খোদ শাহরুখেরও। এক টুইটে অভিনেতা লিখেছেন, ‘জাওয়ান’কে গুগলেও খুঁজে নেও এমনকি থিয়েটারেও।
এদিকে মুক্তির প্রথম দিনেই ভারতের সিনেমা ইতিহাসের সব রেকর্ড ভেঙে ফেলেছে ‘জাওয়ান’। একদিনেই বিশ্বব্যাপী প্রায় ১২৫ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি। বলিউডের মুভিরিভিউজে দেওয়া তথ্যসূত্রে ছবির বক্স অফিস কালেকশন জানা গেছে।
শুধু হিন্দি সংস্করণেই সিনেমাটি আয় করেছে ৬৫ কোটি। তামিল ভাষায় আয় করেছে ৫ কোটি। তেলেগু সংস্করণে আয় ৪ কোটি। তার মানে শুধু ভারতেই তিনটি ভাষায় ‘জাওয়ান’র আয় ৭৫ কোটি। এছাড়া বিশ্বব্যাপী প্রথম দিনে ছবিটির আয় দাড়াতে পারে আরও ৫০ কোটি। সব মিলিয়ে মুক্তির প্রথম দিনে জওয়ান বিশ্বব্যাপী ১১৫ থেকে ১২৫ কোটি রুপি আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে একদিনে বক্স অফিস থেকে ভারতের কোনো সিনেমাই ১০০ কোটি রুপি আয়ের ইতিহাস গড়তে পারেনি। সেক্ষেত্রে ‘জাওয়ান’ সেই সকল রেকর্ডই ভেঙে ফেললো।