‘গুণিন’ নিয়ে পরী আসছেন ১১মার্চ

গত একবছর ধরে মুক্তির আগেই সবচেয়ে আলোচিত সিনেমাটি হচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ । আর এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মত জুটি বেধেছেন পরী-রাজ । ওটিটি প্লাটফর্ম চরকি এই সিনেমার প্রযোজনা করলেও ১১মার্চ সারা বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘গুণিন’ ।

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেয়া হয়ে এ ছবির গল্প। নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আরও অভিনয় করেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘‘অবশেষে ‘গুণিন’ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমাটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবেন। সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছেন। পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি।’’

এছাড়া চরকির প্রধান পরিচালনা কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘‘এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে ‘গুণিন’ দেখুন।’’

উল্লেখ্য যে, এই ‘গুণিন’ সিনেমার মাধ্যমেই ব্যক্তিগত জীবনে জুটি হয়েছেন পরী-রাজ । সিনেমাতেও মুখ্য দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও পরীমণিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া ও রমিজ চরিত্রে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published.